বাঙলা প্রতিদিন ডেস্ক : সম্প্রতি জনতা ব্যাংক পিএলসি. ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ক্রেডিট গ্যারান্টি সুবিধার আওতায় অংশগ্রহনমূলক চুক্তি সম্পাদন করা হয়। এ চুক্তির আওতায় নারী উদ্যোক্তাদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিম এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ স্কিমের জন্য প্রদেয় ঋণের ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদান করা যাবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেপুটি গভর্ণর নূরুন নাহারের উপস্থিতিতে জনতা ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা এবং বাংলাদেশ ব্যাংকের সিজিডি পরিচালক নাহিদ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।