300X70
বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বাউবি’তে জুম ওয়েবিনার “তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না”

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৫, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ বুদ্ধিজীবী দিবসে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বাউবি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের উদ্যোগে “তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না” শীর্ষক জুম ওয়েবিনার গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭:০০টায় অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে শিক্ষাবিদ, লেখক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার এবং প্রজন্ম ৭১ এর সভাপতি আসিফ মুনীর তন্ময় অংশ নেন।

জুম ওয়েবিনারে সংযুক্ত হয়ে অধ্যাপক পান্না কায়সার তাঁর স্বামী শহিদ বুদ্ধিজীবী সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, মুক্তিযুদ্ধ এবং বুিদ্ধজীবীদের নিয়ে তাঁর দীর্ঘ স্মৃতি রোমন্থনে বলেন আজ আনন্দ বেদনায় একাকার আমাদের বাংলাদেশ। তিনি রাজাকারদের পূর্নাঙ্গ তালিকা তৈরির দাবী জানান। প্রজন্ম ৭১’ কে আলোকিত যাত্রায় অগ্রসর হওয়ার তাগিদ দেন। সোনার বাংলা বাস্তবায়নের জন্য ঘরে ঘরে আমাদের সোনার মানুষ হতে হবে তবেই সোনার বাংলার ঘরে ঘরে একদিন আলো জ¦লবে।

প্রজন্ম ৭১’ এর সভাপতি আসিফ মুনির তন্ময় বলেন শুধু ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী নয় সকল শহিদ বুদ্ধিজীবীদের সর্বদা স্মরণ রাখা প্রয়োজন। তিনি শহিদ বুদ্ধিজীবীসহ অন্যান্য বুদ্ধিজীবীদের ধ্যান ধারণা ও সৃষ্টিশীল কাজ নিয়ে গবেষণা, পাঠ্যপু¯তকে তাদের নাম অর্ন্তভুক্ত ও প্রাতিষ্ঠানিকী করণ এবং তাদের ডায়েরি ও অপ্রকাশিত লেখা প্রকাশের দাবী জানান।

এতে বর্তমান ও নতুন প্রজন্মের মাঝে মেলবন্ধন তৈরি হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব। বুদ্ধিজীবীদের কথা শুধু দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে বছর ব্যাপী নানা কার্যক্রমে তাদের স্মরণ করার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি এবং ১৫ আগষ্টে নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, বাঙালি জাতিকে মেরুদণ্ডহীন করার জন্যই পরিকল্পিত ভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিষ্ঠা করেছেন। এই ইতিহাস যাতে সকলের মাঝে অন্তর্নিহিত থাকে এবং আমাদের প্রজন্ম যাতে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেভাবে সকলকে কাজ করার আহŸান জানান উপাচার্য ।

বিশেষ অতিথি হিসেবে জুম আলোচনায় বক্তব্য রাখেন উপাচার্য (রুটিন দায়িত্ব) ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম ।

জুম ওয়েবিনারে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম। তিনি বলেন মুক্তিযুদ্ধে শহিদদের স্বজনদের হৃদয়ের রক্তক্ষরণ এখনও চলছে, যা কিছুটা লাঘব হবে যদি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তোলা যায়।

ওয়েবিনারে বাউবি’র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরগণ সংযুক্ত ছিলেন। জুম আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক মেহেরীন মুনজারীন রত্না।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

আমাকে বিব্রত করা হচ্ছে: ঐশ্বরিয়া

মার্কিন ভোটারদের তথ্য হাতিয়ে নিয়েছে ইরানের হ্যাকাররা!

ডিজিটাল কৃষি প্রযুক্তির ব্যবহারে বাকৃবিকে জোরালো উদ্যোগ গ্রহণের আহ্বান জানালেন টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে মিয়ানমার সেনাবাহিনীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইমরান খানকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ

অভিজ্ঞতা অর্জনে এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্কে এনএসইউয়ের শিক্ষার্থীরা

বিমানবন্দর সড়কে তীব্র যানজট

সেপ্টেম্বরে উন্মুক্ত এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-তেজগাঁও অংশ: কাদের

ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল শাবি

চাঁদপুরে এক বছর ধরে গৃহকর্মীকে ধর্ষণকারী সেই শিক্ষার্থী আটক

ব্রেকিং নিউজ :