নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়’র স্কুল অব এডুকেশন’র সহকর্মী সহযােগী অধ্যাপক ফাহমিদা হকের উত্তরার বাসায় গতকাল শুক্রবার (১ জুলাই) উগ্রবাদীরা হামলা চালিয়েছে।
ওনার স্বামী প্রতিথযশা সাহিত্যিক, প্রগতিশীল চিন্তাবিদ ও শিক্ষক অধ্যাপক ড. রতন সিদ্দিকীর উপর হামলা করে আহত করা হয়। উগ্রবাদীরা ফাহমিদা হককে গালিগালাজ করে বাসার প্রধান ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এরপর আইন শৃংখলা বাহিনী চলে আসলে উগ্রবাদীরা পালিয়ে যায়।
আমাদের প্রিয় সহকর্মী ফাহমিদা হক এবং তাঁর পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্বিগ্ন। এই ধরনের ঘটনা সমস্ত শিক্ষক সমাজের জন্য মর্যাদা হানিকর, ভীতিকর এবং হুমকিস্বরূপ।
সমিতি মনে করে, এই ধরনের ঘটনা প্রগতিশীল চিন্তা চেতনাকে ধ্বংস করবে, শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং মানুষের মুক্ত চিন্তাকে আঘাত করবে। সমিতি আরাে মনে করে, এই পরিস্থিতিতে শিক্ষা পরিবারের সকল সদস্যকে একযােগে কাজ করতে হবে, প্রগতিশীল চিন্তা লালন এবং ধারণ করতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।