বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ৫কোটি ৩৪লাখ ৯৪হাজার ৮২৬ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়াম মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বরিশাল-৬(বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা, ছাড়া আরোও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মন্ত্রীর একান্ত সচিব মোঃ আবু নাসের ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু, সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া ও সহকারী কমিশনার ভূমি আবুজার মো ইজাজুল হক প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,থানা অফিসার ইন চার্জ মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর মোকলেচুর রহমান, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আ’লীগে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ৷
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে ৷ বাকেরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম উন্মূক্ত থাকবে ৷ সবাই এ মাঠে খেলতে পারবে ৷ দোয়া করবেন যাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশের উন্নয়নের আরো জোরালো ভূমিকা রাখতে পারেন এবং আপনাদের পাশে থেকে মানুষের সেবা করে যেতে পারেন।