সিলেট প্রতিনিধি : ৮শ মাইল পথ পাড়ি দিয়ে সিলেট-সুনামগঞ্জের প্রতিবন্ধী ও বানভাসি দুর্গতদের পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান তুহিন। খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউপির ওই চেয়ারম্যান এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে চেয়ারম্যান কেএম আরিফুজ্জামােকে তুহিন ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখা যায় ।
মহামারী করোনা ভাইরাস শুরুতে তিনি পাইকগাছায় অক্সিজেন ব্যাক চালু করেন। ঘরবন্ধী মানুষের মাঝে বিতারণ খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার। আয়লা, বুলবুল, ফনি ও আম্ফানের মত প্রাকৃতিক দুর্যোগে তিনি পাইকগাছা, কয়রা ও আশাশুনি উপজেলাতে দীর্ঘদিন ধরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পাইকগাছাসহ কয়েকটি এলাকায় ৫ জন প্রতিবন্ধীর অভিভাবকের দায়িত্ব পালন করছেন।দিয়েছেন হুইল চেয়ার ও চালাচ্ছেন শিক্ষা খরচ। এ জন্য এলাকাবাসী তাকে প্রতিবন্ধীদের অভিভাবক ও মানবতার ফেরিওয়ালা উপাধি দিয়েছে। জনগনের ভোটে তিনবার নির্বাচিত চেয়ারম্যান।
সম্প্রতি সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যার কথা শুনে ২৭ জুন তিনি দুর্গত এলাকায় যান।সেখানে তিনি এক হাজার পরিবারের মধ্যে ৪ দিন ধরে নিজ হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দিয়েছেন। প্রতিটা পরিবারকে দিয়েছেন মুড়ি,বিস্কুট, গুড়, মোমবাতি ওষুধ,স্যালাইন,গ্যাস লাইট,পানি ও নগদ ৫’শ টাকা।
এছাড়া ৮১ জন প্রতিবন্ধীকে নগদ এক হাজার টাকাসহ অনুরূপ খাদ্য সামগ্রী প্রদান করেন। তিনি বলেন, জনগণের সেবা করার জন্যই আমরা জনপ্রতিনিধি। জনগণের সেবা বিশেষ করে প্রতিবন্ধীদের সেবা করা আমার নেশা।