ব্রিগেড’৭১ এর প্রথম সভা
বাঙলা প্রতিদিন ডেস্ক : ব্রিগেড’৭১ এর প্রথম সভায় বিএনপি-জামায়াতের মানুষ হত্যা ও অগ্নি সন্ত্রাসের প্রতিকার ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহবান।
ব্রিগেড’৭১ এর প্রথম কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে রাজনীতির নামে ‘আগুন সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষ হত্যা ও জনসাধারণের সম্পত্তি ধ্বংসের তীব্র নিন্দা জানায়।
সংগঠনের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার সৌমিত্র সরদার এক যৌথ বিবৃতিতে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে পন্ড করার জন্যে স্বাধীনতা বিরোধী বিএনপি – জামায়াত চক্র সারাদেশে রাজনীতির নামে নিরীহ মানুষের জান-মাল ধ্বংস করা সহ অগ্নি সন্ত্রাসে মেতে উঠেছে, যা কাম্য নয়।
বিবৃতিতে এই সব সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করার আহব্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদেরকে সত:স্ফুর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করার আহব্বান জানান।
অদ্যকার সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফরাজী আজমল হোসেন, মোস্তফা হোসেইন, এডভোকেট আব্দুন নুর দুলাল, মোশাররফ হোসেন, কায়সার চৌধুরী, আনোয়ার উদ্দিন, আতাউর রহমান, আব্দুল আলীম, সাংবাদিক প্রবীর শিকদার, এড.আব্দুল্লাহ আল মামুন, মো. মহিউদ্দিন, তালুকদার, শ্যামল মিত্র বড়ুয়া, সাংবাদিক হেমায়েত হোসেন, রীনা রানী তালুকদার, ও সাংবাদিক শেখ নূর ইসলাম প্রমুখ।