300X70
মঙ্গলবার , ১৬ মে ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বিত্তবান শ্রেণিকে শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আহবান উপাচার্যের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৬, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সমাজের বিত্তবান শ্রেণিকে শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তার আহবান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘আজকে সারাদেশে আমাদের যে শতবর্ষী কলেজগুলো রয়েছে, সেগুলো ব্যক্তি উদ্যোগে তৈরি হয়েছিল।

হাজার বছর ধরে এসব প্রতিষ্ঠান আলো ছড়াবে। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যদি বিত্তবান শ্রেণি সহায়তার সুযোগ অবারিত করে দেয় তাহলে সমাজ বদলে যাবে। আমরা বিশ^মানের আলোকিত নাগরিক তৈরি করতে পারবো।’ সোমবার (১৫ মে) সকালে রাজধানীর মিরপুরে হারুণ মোল্লা ডিগ্রি কলেজের নবীনবরণ ও পিকনিক ২০২৩ এর অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ এর বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে (আইসিটি) দক্ষতা অর্জনের আহবান জানিয়ে দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘তোমরা ঘরে বসেই ডিজিটাল সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের একজন আইসিটি এক্সপার্ট হতে পার। স্মার্ট বাংলাদেশ তাই যার মাধ্যমে তুমি স্বপ্ন দেখবে পৃথিবীর অন্য দেশের যোগ্য মানুষদের মধ্যে তুমি নিজেকেও সামিল করবে। তোমার সামনে অবারিত সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। সেখানে কী আছে? তোমাদের সততায়, নিষ্ঠায়, একাগ্রতায়, গভীর দেশপ্রেমে অসাম্প্রদায়িকতায়, ধর্মনিরপেক্ষতায় এক সজীব সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। তোমাদের হাতে যে মোবাইল সেটি শুধু ফেসবুক অনুসন্ধানের জন্য নয়।

আমি অবশ্যই বলবো তুমি মোবাইল ব্যবহার কর। ফেসবুকে বন্ধু খোঁজ। তারুণ্যের উচ্ছ্বাসে মাতবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই কলেজে নিয়মিত আসতে হবে। পাঠ গ্রহণ করতে হবে। শিক্ষকদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে।

তোমরা পিতা-মাতা, অভিভাবকদের কথা শোন। প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা নিয়মিত পাঠগ্রহণ করবে। কারণ জীবনে এই সুবর্ণ সুযোগ আর পাবে না। যে বলে এ পথ বেকারের পথ, যে বলে বাংলাদেশ দারিদ্র্যের কষাঘাতে নিমজ্জিত- ভেঙে ফেল সেই চিন্তা, ভেঙে ফেল প্রচলিত সেই সমাজ ব্যবস্থা।’

উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭৫ সালে বলেছিলেন প্রচলিত সমাজ ব্যবস্থা আমি ভেঙে ফেলব। সে কারণে পিতাকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু যে চার মূলনীতির বাংলাদেশ করতে চেয়েছিলেন সেটি যদি হতো, তাহলে আজকে যারা মালয়েশিয়া, সিঙ্গাপুরের কথা বলে শুধু তা নয়। বাংলাদেশ বাংলাদেশই হতো। যে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিতো অনন্য উচ্চতায়। আমাদের দুর্ভাগ্য পিতাকে হারিয়েছি।’

শিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল পদক্ষেপ গ্রহণ করবে জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘আমরা চাই এই সমাজ অনন্য আলোয় আলোকিত করতে। আমাদের প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে তৈরি করতে। মনে রাখবেন, পৃথিবী যখন যুদ্ধ করে, বাংলাদেশ তখন লাখো শরণার্থীকে আশ্রয় দেয়। এটিই বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বাংলাদেশ। মানবিকতায় বাংলাদেশ অনন্য হবে। আমরা যুদ্ধবিহীন এক পৃথিবী চাই। যেখানে শান্তি, প্রগতি এবং মানবিকতার কেতন উড়াবে বাংলাদেশ।’

অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এখলাস উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হারুণ মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুর রাজ্জাক।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

“ ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজের চেয়ে ভূমিকম্পের পূর্বের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ”

আইন-আদালত মানেনা বলেই বিএনপি’র লাহামহীন কথা : সীতাকুণ্ডে তথ্যমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে : কৃষিমন্ত্রী 

বিজয় মেলায় শিশুদের জাদু দেখিয়ে মুগ্ধ করলেন ‘ম্যাজিক আইকন অব বাংলাদেশ’ আলীরাজ

যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জে ১৮ লক্ষ টাকার গাঁজা ও ২৩২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

নান্দাইলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের আঞ্চলিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন

সাভারে তিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেকসই বাঁধ নির্মাণে সমন্বিত উদ্যোগ নেয়া হবে : কৃষিমন্ত্রী 

ইউরিয়া সারে বাড়ালো ৬ টাকা

ব্রেকিং নিউজ :