নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন: কয়েক দিন ধরেই মার্কিন ট্রেজারি ইল্ডের ঊর্ধ্বমুখিতার কারণে বিশ্ববাজারে অব্যাহত কমেছে স্বর্ণের দাম। তবে গতকাল ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়ে পড়ায় মূল্যবান ধাতুটির দাম কিছুটা বেড়েছে। খবর রয়টার্সের।
তথ্য বলছে, গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮২১ ডলার ৫৩ সেন্টে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্যও দশমিক ১০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ১ হাজার ৮২২ ডলার ১০ সেন্টে।
অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম দশমিক ১০ শতাংশ কমেছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ২০ ডলার ৮১ সেন্টে। তবে প্লাটিনামের দাম দশমিক ৯০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স ৯১৮ ডলার ৩২ সেন্টে বিক্রি হয়েছে। প্যালাডিয়ামের দাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৯১১ ডলার ৭২ সেন্টে উন্নীত হয়েছে।