বাহিরের দেশ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনায় সারা বিশ্বে সাত হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১৭ লাখ ৬৬ হাজার ৫১৭ জন। এতে করে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৬৭ হাজার ৯৬৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩৯ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৬২৫ জন।
ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রাশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, কলম্বিয়া ও তুরস্কে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।