প্রতিনিধি, বেনাপোল: যশোরের বেনাপোলে পোর্ট থানাধীন সীমান্তের মহিষাডাঙ্গা থেকে একটি পালসার মোটরসাইকেল ও ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামী- সম্রাট হোসেন (২৫) সে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তে বসবাসকারী এক মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে মোটরসাইকেল যোগে বেনাপোলের দিকে যাচ্ছে।
এমন সংবাদে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের মহিষাডাঙ্গা গ্রামস্থ নুরুজ্জামানের দোকানের সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনাকালে একটি পালসার মোটরসাইকেল সহ সম্রাট নামে একজনকে আটক করে পুলিশ।
এরপর মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর অভিনয় কায়দায় লুকিয়ে রাখা ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ সহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযান চলছে এবং চলবে।
তিনি আরও বলেন, মাদকের সাথে জড়িত যেই হোক তাকে কোন ছাড় নয় বরং আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।