ষান্মাসিক আর্থিক প্রতিবেদন
অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
ঢাকা, মঙ্গলবার, ১৭ই আগস্ট ২০২১: চলমান মহামারীর মধ্যেও ব্যবসায়িক গতি ফিরে পেয়েছে ব্র্যাক ব্যাংক। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারী থেকে জুন) একক ভিত্তিতে কর-পরবর্তী ২৮৫ কোটি টাকা এবং সমন্বিত ভিত্তিতে কর-পরবর্তী ২১৫ কোটি টাকার মুনাফা ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের এই ব্যাংকটি।
২০২১ সালের জুনে কর-পরবর্তী মুনাফা ২০২০ সালের একই সময়ের তুলনায় একক ভিত্তিতে ৮৭ শতাংশ এবং সমন্বিত ভিত্তিতে ১২৭ শতাংশ বেশি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধির মূলে রয়েছে দক্ষ ব্যালেন্সশিট ব্যবস্থাপনা, নিট সুদের মার্জিন উন্নতিকরণ, আমানত (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে) বৃদ্ধি, শক্তিশালী ট্রেজারি পারদর্শিতা, প্রযুক্তি-চালিত খরচ ব্যবস্থাপনা এবং ব্যাংকের রক্ষণশীল ঋণ বিধান।
গত সোমবার (১৬ই আগস্ট) একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্র্যাক ব্যাংক চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। ব্যাংকটির শেয়ারহোল্ডারসহ স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ বিশ্লেষক এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ এই অনুষ্ঠানে অংশ নেন।
ব্র্যাক ব্যাংকের চলতি বছরের আর্থিক প্রতিবেদনের বিশেষ অংশ হলোঃ
একক ভিত্তিতে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী মুনাফা (এনপিএটি) হয়েছে ২৮৫ কোটি টাকা এবং সমন্বিত ভিত্তিতে (সহযোগী প্রতিষ্ঠানসহ) মুনাফা হয়েছে ২১৫ কোটি টাকা;
ব্যাংকের খরচ-উপার্জনের অনুপাত (সিআইআর) উন্নীত হয়েছে ৫১ শতাংশে;
৩.৬ শতাংশ ননপারফর্মেন্স লোন বা ঋণ খেলাপী (এনপিএল) সহ ক্রেডিট কাভারেজ দাড়িয়েছে ১৩৮ শতাংশে;
উন্নত রিটার্ন অন ইক্যুইটি (আরওই) ১২.১৫ শতাংশও এবং রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) ১.৪৪ শতাংশ;
শেয়ার প্রতি আয় (ইপিএস) একক ভিত্তিতে ২.০৪ টাকা এবং সমন্বিত ভিত্তিতে ১.৮৫ টাকা;
শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) একক ভিত্তিতে দাড়িয়েছে ৩৩.৫৯ টাকা এবং সমন্বিত ভিত্তিতে ৩৪.৭৩ টাকা;
২০২১ সালের প্রথমার্ধে সমন্বিত মূলধন পর্যাপ্ততার অনুপাত (সিআরএআর) দাড়িয়েছে ১৫ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চ স্তর-১ মূলধন অনুপাত। ব্যাংকের স্বতন্ত্র মূলধন পর্যাপ্ততার অনুপাত দাড়িয়েছে ১৪.৯৪ শতাংশে, যা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রয়োজনীয় ১২.৫ শতাংশের উর্ধ্বে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “বছরের প্রথমার্ধে স্টেকহোল্ডারদের একটি শক্তিশালী ব্যবসায়িক পারফরম্যান্স দেখাতে পেরে ব্র্যাক ব্যাংক আনন্দিত। আমরা মহামারী-পূর্ব ব্যবসার গতি পুনরুদ্ধার করেছি এবং বছরের বাকি সময়, এমনকি তার পরেও আমরা আমাদের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে প্রস্তুত। আমাদের সকল কৌশলগত উদ্যোগ, সহকর্মী, ব্যবসা এবং প্রযুক্তি পূর্ণ উদ্যমে চলছে এবং আগামী দিনের সম্ভাবনা নিয়ে নিয়ে আমরা ভীষণ উচ্ছ্বসিত।”
সেলিম রেজা ফরহাদ হোসেন ছাড়াও ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড চীফ ফাইন্যান্সিয়াল অফিসার এম মাসুদ রানা; ডিএমডি অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন; ডিএমডি অ্যান্ড হেড অফ কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান; ডিএমডি অ্যান্ড হেড অফ এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন; এবং অন্যান্য উর্ধ্বতন ব্যবসা প্রধানরা আর্থিক ফলাফল, রূপরেখা কৌশল উপস্থাপন করেন এবং প্রশ্নোত্তর সেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।