ভারত থেকে মনোয়ার ইমাম: আজ থেকে বন্ধ হতে চলেছে দূরপাল্লার ট্রেন। গতপরশু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর জানিয়েছিলেন যে ৬ মে থেকে সমস্তই লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে।
কারণ করোনা ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি জেরে। সেই সঙ্গে গতকাল থেকে বন্ধ হয়ে যায় সমস্ত লোকাল ট্রেন।যার ফলে হয়রানি হয় লক্ষ লক্ষ মানুষ। সেই সঙ্গে বেকার হয়ে পড়েছে কয়েক লক্ষ হকার ও শহরে কাজ করতে যাওয়া মানুষ।
বিশেষ করে রাজমিস্ত্রি ও রঙ্গমিস্ত্রি, এবং বাড়ির কাজ করতে যাওয়া আয়া ও মাশিরা এবং কলকাতা শহর যাওয়া বহু মানুষ। সামনে রমজান মাস এমন একটি হঠকারী সিদ্ধান্ত ফলে লক্ষ লক্ষ মানুষ আবার বেকার হয়ে পড়েছে। তার রেস টানতে না টানতে আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দূর পাল্লার ট্রেন।
যেমন লালগোলা স্পেশাল ও হাওড়া ও হলদিয়া লোকাল ট্রেন সহ হাওড়া ও পাটনা এবং হাওড়া দানাপুর ও শিয়ালদহ শাখার সব দূর পাল্লার ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর পাওয়া গেছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে পূর্ব রেল আজ থেকে দূর পাল্লার সমস্তই ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন ট্রেন চলাচল শুরু করবে না।
সেই সঙ্গে করোনা ভাইরাস এর বিধিনিষেধ আরোপ করা হয়েছে প্রতিটি যায়গায়।আজ পশ্চিম বাংলার পূর্ব রেকর্ড ভেঙ্গে করোনা ভাইরাস আক্রান্ত মানুষের মৃত্যু হয়েছে,১১৩, মানুষের একদিনে।