300X70
রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ভালো কিছু করার চর্চা দেখতে চাই : সমাজ কল্যাণ উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৮, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : সার্বিক উন্নয়নরে জন্য পারস্পরিক বোঝাপড়া অবশ্যই জরুরী। পারস্পরিক বোঝাপড়া ছারা প্রকৃত উন্নয়ন সম্ভব না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই বিশ্বাস গড়ে তুলতে পারলে অনিশ্চয়তাকে অনেকাংশেই জয় করা সম্ভব।

অন্যের ভালো কাজে অভিনন্দন জানান। তাদের প্রশংসা করুন। এতে করে আশেপাশের মানুষের মাঝে আপনার সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আপনাদের কথার প্রতিফলন দেখতে চাই। আপনি কি করছেন? কি ভাবছেন আপনার কর্মক্ষেত্রকে নিয়ে? সর্বোপরি ভালো কিছু করার চর্চা দেখতে চাই বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরর্শেদ।

আজ রবিবার (১৮ আগষ্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সবায় উপদেষ্টা এসব কথা বলেন।

বিভিন্ন দপ্তরের শুন্যপদ পূরণ নিয়ে তিনি বলেন লোকবল নিয়োগের ক্ষেত্রে তাড়াহুরা পরিহার করে সুষ্ঠভাবে নিয়োগ পক্রিয়া গ্রহণ করতে হবে। একই দপ্তরে কাউকে দীর্ঘদিন রাখলে কাজের প্রতি অনিহা জন্মায়,সে ক্ষেত্রে বিধিমতে ব্যবস্তা গ্রহণ করতে হবে।

শুধু মন্ত্রণালয় বা দপ্তরের কথা ভােবলে হবে না, দেশের কথা ভাবতে হবে। পাশাপাশি শুধু নিজের কথা নয় মন্ত্রণালয়ের কথাও ভাবতে হবে কাজ করতে হবে। we have to make a change বলেন, উপদেষ্টা শারমীন এস মুরর্শেদ।

তিনি বেলন; মেধার ভিত্তিতে হবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মেধাকে আমরা পুঁজি করবো। সকলে মিলে সমাজ সংস্কার করতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ কাজে আমাদের বুদ্ধিদীপ্ত তরুণদের কাজে লাগাতে হবে। মেধা, বিজ্ঞান ও যুক্তি, এতেই জাতির মুক্তি- এই প্রত্যয় নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ ও দেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।

কোন দলিয়করণ চলবেনা:
কোন দলিয়করণ চলবেনা। কোন দলের জন্য কাজ করতে আসিনাই। আমরা মনুষ্যত্বের জন্য কাজ করতে এসেছি। ভালো কাজ করতে হলে নৈতিক যায়গায় আরো মনোযোগি হতে হবে। আত্মবিশ্লেষণ করতে হবে। নিয়মানুবর্তিতা বাহিরে কেউ যাবেন না। নিয়মানুবর্তিতা লংঘন করলে আপনাদের কথা শুনবো না।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সামজসেবা কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দূর্নীতিমুক্ত যায়গা তৈরী করতে চাই। উচ্ছঙ্খলতার শৃঙ্খল ভেঙ্গে শৃঙ্খল হতে হবে। রাষ্ট্র সংবিধান মন্ত্রণালয়ের বিধি বিধানের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন এখান থেকে শুরু করতে চাই। আজ সমাজসেবা অধিদপ্তরের এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো:খায়রুল আলম সেখ, সমাজ সেবা অধিদপ্তরের মহারিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালসহ মন্ত্রণালয়ের উর্ব্ধতন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। সমাজসেবা অধিদপ্তরের এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ঢাকার বাইরে বাড়ছে ডেঙ্গু রোগী, ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা

হাটু পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

গ্রেগ বারক্লে আইসিসির নতুন চেয়ারম্যান

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল কর্তৃক তুরস্কের ভূমিকম্প পরবর্তী সহায়তায় অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন

উত্তরায় গার্ডা ছিটকে পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রীর মৃত্যু

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার দিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

আদালত চত্বরকে ‘সংরক্ষিত’ এলাকা ঘোষণার আবেদন

মুগদার প্রধান সড়ক প্রশস্তে ২য় দিনের মতো ঢাদসিক’র উচ্ছেদ অভিযান

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ডিএনসিসির সাথে রিহ্যাবকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডিএনসিসি মেয়রের