প্রতিনিধি, ভৈরব: কিশোরগঞ্জের ভৈরবে নানা আয়োজনে পালিত হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯২ তম জন্মবার্ষিকী । উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ আয়োজনে মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে দিবসটি জাকঁজমক পূর্ণভাবে পালিত করা হয়।
অনুষ্ঠানে জিল্লুর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বিশদ আলোচনা করা হয় ।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু,পৌর আওয়ামী লীগ সভাপতি ও প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম বাকি বিল্লাহ,পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ ।
স্মৃতি চারণ শেষে জিল্লুর রহমান ও নারী নেত্রী শহীদ আইভি রহমানের বিদেহী আতœার শান্তি কামনা করে দোয়া করা হয় । পরে জন্ম দিনের কেক কাটা ও মিষ্টি বিতরন করা হয় ।