মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় তারা ফিলিং স্টেশনের উত্তর পাশে ব্যাটারি চালিত অটো ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত অপর দুই মোটরসাইকেল আরোহী স্বমী স্রী গুরুতর আহত হয়েছে।
গতকাল শনিবার (১০জুন) রাত ৯টার দিকে মধুপুর থেকে আসা মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত অটো ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত ভ্যান চালক রক্তিপাড়া(পশ্চিমপাড়া)এলাকার মৃত কাইনছা সেক এর ছেলে সোবহান(৫৬)।
আহত দুই মোটরসাইকেল আরোহী মধুপুর উপজেলার কাকরাইদ এলাকার আশরাফুল ইসলামের ছেলে বিপ্লব (২২) ও ঘাটাইল উপজেলার টিলা বাজার এলাকার আঞ্জুমান(২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ১৫০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হলে তাদের অবস্থার অবনতি দেখে কর্তৃব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের লাশ উদ্ধার করে মধুপুর থানায় নেওয়া হয়েছে।