300X70
মঙ্গলবার , ২০ জুলাই ২০২১ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মন্ত্রীর চুরি হওয়া ফোন উদ্ধার , তথ্য চুরির আশঙ্কা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২০, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ছিনতাই হওয়ার দেড় মাস পর বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নানের মোবাইল ফোনটি উদ্ধার করেছে।

ধানমন্ডি থানায় কর্মরত এস.আই মাজেদুল ইসলাম

এএসআই মিজান

ধানমন্ডি থানায় কর্মরত “এস.আই মাজেদুল ইসলাম” এবং “এ.এস.আই মিজানুর রহমান” এর পরিচালনায় পুলিশ এর একটি টিম রোববার ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিকল্পনামন্ত্রীর চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।
তবে ফোনটি এখনও পুলিশি হেফাজতে আছে। আদালতের অনুমতি পাওয়ার পর মোবাইল হ্যান্ডসেটটি মন্ত্রীকে বুঝিয়ে দেয়া হবে।
পুলিশ এখন পর্যন্ত মূল ছিনতাইকারীকে ধরতে না পারলেও চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মোবাইল চুরি চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান।
চুরি যাওয়া ওই ফোনটির কোন তথ্য বেহাত হয়েছে কিনা কিংবা মন্ত্রীর মোবাইল ফোনে থাকা কোন তথ্য বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সে বিষয়ে অভিযোগের ভিত্তিতে কাজ করার কথা জানিয়েছে এ ব্যাপারে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এ.কে.এম. হাফিজ আক্তার।
গত ৩০শে মে সন্ধ্যায় ঢাকার বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রীর গাড়ির ভেতরে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনতাই হয়।
মন্ত্রীর ফোন চুরির ঘটনায় সাধারণ ডায়রি করার পর সেটি উদ্ধারে পুলিশ তৎপরতা চালালেও কোন হদিস পাওয়া যাচ্ছিল না।
এসময় আরেকটি ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে মন্ত্রীর ফোনটির খবর পাওয়া যায়। অনেকটা কেঁচো খুড়তে গিয়ে সাপ পাওয়ার মতো।
পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ই জুলাই বিকেলে এক নারী রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।
এরপর ওই নারী ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত