নিজস্ব প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টির কর্মসূচি নিন্মরুপ।
২১ ফেব্রুয়ারি, সোমবার প্রথম প্রহরে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি পার্টির র্শীষ নেতাদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টি ও বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করবেন।
২১ ফেব্রুয়ারি, সোমবার, বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক পার্টির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি সহ পার্টির শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরীফা কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেবন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।