ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে সরকারী রাস্তা নির্মাণের বাধােদেওয়ার অভিযোগ উঠেছে।
এলাবাসী সুত্রে জানাগেছে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়ীয়া গ্রামের কমিউনিটি ক্লিনিক হতে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা ফ্লাট সলিং করণের কাজ চলছিলো। কিন্তু পুরাতন রাস্তাটিতে ফ্লাট সলিং এর কাজ না করায় রাস্তাটির কাজ বন্ধ করে নিয়েছে এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি রাস্তাটি নতুন ম্যাপ অনুযায়ী হলে দূর্ঘটনার বৃদ্ধি পাবে এবং জনদূর্ভোগ সৃষ্টি হবে। তারা পুরাতন রাস্তার উপর রাস্তাটির উপর ফ্লাট সলিং করার দাবি জানিয়েছেন।
যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন বলেন, রাস্তাটি নতুন ম্যাপ অনুসারে নির্মিত হলে জনদূর্ভোগের সৃষ্টি হবে।
সে কারণে এলাকার মানুষ রাস্তাটির ফ্লাট সলিং এর কাজে বাধা সৃষ্টি করেছে। পুরাতন যে রাস্তা উপর দিয়ে সবাই চালাচল করছে, সেই রাস্তার উপর ফ্লাট সলিং এর কাজ করা হোক এটা সাধারণ মানুষের দাবি।
ইউপি সদস্য মহিফুল ইসলাম বলেন এলাকার সাধারণ মানুষ যেটা চায় সে মোতাবেক রাস্তার ফ্লাট সলিং এর কাজ করতে হবে।