খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, একটি মিনি ট্রাক ও ২ জন চোরাকারবারিকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
আজ শনিবার (২০ আগস্ট) সকালে পৃথক অভিযানে মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড চেয়ারম্যানপাড়া ও ২ নং ওয়ার্ড নতুন পাড়ার দশ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড মিস্তিরী পাড়ার আব্দুল মান্নানের ছেলে রুবেল (২৯) এবং ৩নং ওয়ার্ড কাজিপাড়ার আব্দুর রহিমের ছেলে রুবেল (২৭)। এসময় তাদের কাছ থেকে মোট ২২৮টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার বর্তমান বাজার মুল্য প্রায় ১৩ লাখ টাকা।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, মাটিরাঙ্গা পৌরসভার চেয়ারম্যানপাড়া ও নতুন পাড়ার ১০ নম্বর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে একটি মিনি ট্রাক, দুইজন আসামি ও আনুমান ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। এ বিষয় মাটিরাঙ্গা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। অতীতের মত মাটিরাঙ্গা থানা পুলিশের চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।