অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার উত্তরাঞ্চলে একটি মাদকপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে তিন বাংলাদেশি রয়েছে। রবিবার দেশটির বুকিত আমান নারকোটিকস ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (এনসিআইডি) এ তথ্য জানিয়েছে।
এনসিআইডি জানিয়েছে, অভিযানে তারা ২১ লাখ ৬৪ হাজার রিঙ্গিতের (মালয়েশিয়ার মুদ্রা) মাদক উদ্ধার করেছে।
এনসিআইডি পরিচালক দাতুক রাজারউদিন হুসেইন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শুক্রবার কেদাহ ও পেনাংয়ের আটটি ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। এদের বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে।
তিনি জানান, এই চক্রের প্রধান ৫৬ বছর বয়সী এক ব্যক্তি। চলতি বছরের প্রথম থেকে এই চক্রটি কাজ শুরু করেছিল।
হুসেইন বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাদকগুলো প্রতিবেশী একটি দেশ থেকে এসেছে এবং এগুলো মালয়েশিয়ার উত্তর ও দক্ষিণাঞ্চলে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার কথা ছিল।’
গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন জন বাংলাদেশি থাকলেও তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তাদেরকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।