মীরসরাই প্রতিনিধি : নাজিম উদ্দিন (৪৫) নামে এক স্কুল নৈশ প্রহরিকে কুপিয়ে আহত করছে তার পরিচিত এক লোক। বৃহস্পতিবার (২২ জুলাই) ভোর ৫ টার দিকে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে অবস্থিত আবুল কাশেম বালিকা বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে।
আহত নৈশ প্রহরি নাজিম উদ্দিন (৪৫) উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন দুয়ারু গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ।
আবুল কাশেম বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান স্বপন বলেন নাজিমের পূর্ব পরিচিত গাইবান্ধার সবুজ নামে এক ব্যক্তির সাথে এ ঘটনা ঘটে। প্রতিদিনের নেয়ায় বৃহস্পতিবার ও নাজিম স্কুলে ছিল ভোরে গেইট খুলে সুয়ে ছিল রুমে, এক সময় সবুজ এসে তারা সাথে কথা কাটি কাটি করে হাতা হাতি করে, এক পর্যায়ে সবুজের হাতে থাকা ধারালো আস্ত্র দিয়ে নাজিম কে আঘাত করতে লাগে, নাজিম রক্ষ করার চেষ্টা করে দোঁড়িয়ে পাশের ফিলিং স্টেশনে গিয়ে লোক জনের কাজে গিয়ে রক্ষা পাই।
জানা যাই কাজের সুবাধে সুবজ দৈর্ঘ দিন নাজিমদের বাড়িতে থাকতো সে থেকে নাজিমের সাথে পরিচয় কিছু দিন আগে সবুজ তার বাড়ি গাইবান্ধা যাই সে খান থেকে কোরবানির জন্য ১০-১২ হাজার টাকা দিয়ে একটি একটি ছাগল নিয়ে আসতে বলে নাজিম, ছাগলের জন্য সবুজ কে বিকাশে ৫ হাজার টাকা দেয় কিন্তু সবুজ ছাগাল না এনে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু হঠাৎ বৃহস্পতিবার ভোরে এসে তাকে কুপিয়ে আহত করা হয়। ধারালো আস্ত্রের আঘাতে নাজিমের হাতের একটি আঙ্গুল পড়ে যাই ও তিনটি রক কেটে যাই আহত নাজিম কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে সে খানা রাখা সম্ভাব নয় বলে ডাক্তার’রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ফেরণ কারার কথা বলে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মেঃ মজিবুর রহমান পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল যায় মীরসরাই থানা পুলিশ, নাজিম উদ্দিন নামে এক নৈশ প্রহরীকে কুপিয়ে আহত করেছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।