প্রথম ধাপের ইউপি নির্বাচন
বাঙলা প্রতিদিন২৪.কম: প্রথম ধাপের ইউপি নির্বাচনে মোংলার ছয় ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতায় ৬ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন করে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। ফলে তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোংলার ছয় ইউনিয়নের সব কয়টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতিদ্বন্দ্বীরা প্রার্থীরা প্রত্যাহার করার কারণে প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন করে রয়েছেন।
তিনি বলেন, বুধবার (২৪ মার্চ) ছয়টি ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে এককপ্রার্থী হিসেবে টিকে যান সবাই। ফলে ছয়টি ইউনিয়নে এখন নির্বাচন হবে শুধু সাধারণ ও সংরক্ষিত সদস্যদের মধ্যে।
প্রসঙ্গত, মোংলা ছয় ইউনিয়নে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৫৪০ জন। চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখন শুধু সাধারণ ও সংরক্ষিত সদস্যদের মধ্যে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে।