নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের কৃষিমার্কেট এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামী মাদক সম্রাট মিঠুন ওরফে গিটু মিঠুনকে গ্রেফতার করেছে র্যাব-২ এর একটি দল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরণের চাঞ্চল্যকর অপরাধের স্বরুপ উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারনেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসাবে গ্রহণ যোগ্যতা পেয়েছে। র্যাব খুন,অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার প্রধান আসামীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরইধারাবাহিকতায় র্যাব-২ এর একটিআভিযানিক দল আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ২ টারি দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কৃষিমার্কেটের সামনে থেকে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মাদক সম্রাট মিঠুন ওরফে গিটু মিঠুনকে (৩৫) গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতারকৃত আসামী এক জন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা ও ২ মারামারি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে রাজধানীর আশে পাশে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ক্রয়-বিক্রয় কওে আসছিলো। এছাড়া ও মিঠুন ওরফে গিটু মিঠুন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত কথা স্বীকার করে। আসামীকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।