300X70
সোমবার , ৭ ডিসেম্বর ২০২০ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

যশোর ও মাগুরা মুক্ত দিবস আজ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৭, ২০২০ ১:১৫ পূর্বাহ্ণ

পাকিস্তানি সৈন্যরা ৭ ডিসেম্বর আত্মসমর্পণ করে

বাঙলা প্রতিদিন ডেস্ক: আজ ৭ ডিসেম্বর। বিজয়ের মাসের সপ্তম দিন। ১৯৭১ সালের এইদিনে মহান মুক্তিযুদ্ধে যশোর জেলা শহর ও মাগুরা জেলা পাকহানাদার মুক্ত হয়। মুক্তি ও মিত্রবাহিনী মিলে শত্রুমুক্ত করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর যশোর ও মাগুড়াকে।

একাত্তরের এদিনে মুক্তি ও মিত্রবাহিনী একযোগে যশোর শহরে প্রবেশ করে বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উড়িয়ে দেয়। যশোর মুক্ত হওয়ার মাধ্যমে খুলনা ছাড়া দেশের পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলই মুক্তি এবং মিত্রবাহিনীর দখলে চলে আসে।

হানাদার বাহিনীর শক্ত দুর্গগুলোর একটি ছিল যশোর ক্যান্টনমেন্ট। যশোরকে মুক্ত করার যুদ্ধটা শুরু হয়েছিল আগে থেকেই। মুক্তি ও মিত্রবাহিনীর সম্মিলিত আক্রমণে পাকিস্তানি বাহিনী পিছু হটে যশোর ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নেয়। ৬ ডিসেম্বর দিনভর যুদ্ধের পর বিকালে তারা ক্যান্টনমেন্ট ত্যাগ করতে বাধ্য হলেও ৭ ডিসেম্বর পর্যন্ত যশোর-খুলনা সড়কে মুক্তিবাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ হয়।

মুক্ত যশোর শহরে একাত্তরের ৭ ডিসেম্বর মানুষের ঢল নামে। লাশের স্তূপ দেখে স্তম্ভিত হয়ে যায় জনতা। আনন্দ-উল্লসের পাশাপাশি স্বজনহারা মানুষের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। মুক্ত যশোরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ব্যবস্থা নেয় মুজিবনগর সরকার। ৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা-জনতার সমন্বয়ে ‘শহর নিয়ন্ত্রণ কমিটি’ গঠন করা হয়। মুক্ত যশোরের টাউন হল ময়দানে ১১ ডিসেম্বর আয়োজিত এক সমাবেশে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ নেতারা উপস্থিত হন।

একাত্তরের এদিনে শত্রুমুক্ত হয় গোপালগঞ্জ, শেরপুর, নোয়াখালী, কুমিল্লার বরুড়া, সাতক্ষীরা আর সিলেটের বালাগঞ্জ। গোপালগঞ্জ শহর হানাদারমুক্ত হয় এদিন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে। হাতে তাদের উদ্ধত রাইফেল ও বাংলাদেশের মানচিত্রখচিত রক্তলাল সূর্যসংবলিত সবুজ জমিনের পতাকা। মুখে বিজয়ের হাসি। চারদিকে মুক্তিযোদ্ধদের আক্রমণের খবর পেয়ে এদিন পাক হানাদার সেনারা সদর থানা পরিষদের মিনি ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে যায়। ভোর রাতেই মেজর সেলিমের অধীনে হানাদার সেনার একটি দল এলাকা ছেড়ে চলে যায় ঢাকায়। অপর দলটি যায় কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশন ক্যাম্পে।

এদিনে অকুতোভয় মুক্তিবাহিনী মিত্রবাহিনীর সহায়তায় বর্বর পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করলে শেরপুর মুক্ত হয়। এর আগের দিন (৬ ডিসেম্বর) ভারতীয় গোলন্দাজ বাহিনীর অফিসারসহ ৬ জওয়ান শেরপুরের মাটিতে শহীদ হন। অপরদিকে বিজয়ীর বেশে মুক্তিযোদ্ধার দল ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদীর সীমান্ত পথে যথাক্রমে ক্যাপ্টেন আজিজ, জাফর ইকবাল ও রুহুল আমিন তোতার নেতৃত্বে শেরপুর শহরে প্রবেশ করে। ভারতীয় মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় সর্বাধিনায়ক জগজিৎ সিং অরোরা হেলিকপ্টারযোগে স্থানীয় শহীদ দারগ আলী পৌর মাঠে অবতরণ করেন আজ।

এদিন হানাদারমুক্ত হয় নোয়াখালীও। মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষ নোয়াখালী জেলা শহরে স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করে।

৬ ডিসেম্বর রাত থেকেই মুক্তিযোদ্ধারা সিলেটের বালাগঞ্জ থানার চারদিকে অবস্থান নিতে থাকে। সকাল সোয়া ৮টার দিকে তারা থানা ঘেরাও করে ফেলে। মুক্তিযোদ্ধদের আক্রমণে ধরাশায়ী হয় থানা পুলিশ। মুক্তিযোদ্ধারা থানা চত্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেন।

৩ ডিসেম্বর লালমাই ও মুদাফফরগঞ্জ এবং ৬ ডিসেম্বর লাকসাম শত্রুমুক্ত হলে বরুড়া থেকে হানাদার বাহিনী পালিয়ে যেতে থাকে। পাকিস্তানি সৈন্যরা ৭ ডিসেম্বর আত্মসমর্পণ করে।

এদিকে, মাগুরাও মুক্ত দিবস : মাগুরা আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় মাগুরা। পাক বাহিনীর বিরুদ্ধে তৎকালীন মাগুরা মহাকুমায় ব্যাপক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সর্বদলীয় সংগ্রাম পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে।

মাগুরাকে শত্রু মুক্ত করতে শ্রীপুরের আকবর হোসেন মিয়ার নেতৃত্বাধীন শ্রীপুর বাহিনী, মহম্মদপুরের ইয়াকুব বাহিনী, মহম্মদপুর-ফরিদপুর অঞ্চলের মাশরুরুল হক সিদ্দিকী কমল বাহিনী, মাগুরা শহরের খন্দকার মাজেদ বাহিনী এবং লিয়াকত হোসেনের নেতৃত্বে মুজিব বাহিনীসহ বীর মুক্তিযোদ্ধারা ব্যাপক সাহসী ভূমিকা নিয়ে পাক সেনা ও স্থানীয় রাজাকার আল বদর বাহিনীর সাথে প্রাণপণ যুদ্ধ করে। গেরিলা বাহিনীর ব্যাপক আক্রমণের মুখে পাক বাহিনী পিছু হটতে শুরু করে।

৬ ডিসেম্বর মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী নিজনান্দুয়ালী গ্রামসহ বিভিন্ন পাকিস্তানী ক্যাম্পে আক্রমণ চালায়। একই সাথে মিত্রবাহিনীর আগ্রাসনের ভয়ে পাকিস্তানী সেনারা রাতারাতি মাগুরা শহর ত্যাগ করতে বাধ্য হয়। ৭ ডিসেম্বর মাগুরা শত্রুমুক্তির আনন্দে মুক্তিকামী মানুষের ঢল নামে সারা শহরে। জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মাগুরা এলাকা। যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের অন্যমত সংগঠক ভারতের রানাঘাট যুব ক্যাম্পের ইনচার্জ এমপি আছাদুজ্জামান মাগুরার মুক্তি বাহিনীকে দিক নির্দেশনা, যুদ্ধাস্ত্র ও রসদ সরবরাহ করতেন।

৭ ডিসেম্বর বিকেলে সংগ্রাম পরিষদের আহবায়ক আছাদুজ্জামান মিত্রবাহিনীর দায়িত্ব প্রাপ্ত সেনাপতি মেজর চক্রবর্তীর সাথে সাজোয়া যানে মাগুরায় প্রবেশ করেন এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক সাবেক এমপি আছাদুজ্জামান মাগুরার সকল প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন। মাগুরা নোমানী ময়দানে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর সম্মিলিত কুজকাওয়াজে আছাদুজ্জামান অভিবাদন গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাগুরাকে পাকহানাদার মুক্ত বলে ঘোষণা করেন।

মাগুরামুক্ত দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর জেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে বেলা সাড়ে ১১ টায় নোমানী মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অপর্ণ, বেলা সোয়া ১১টায় শহরের নোমানী ময়দানে মাগুরা মুক্ত দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা, বিকেল ৩টায় নোমানী ময়দানে লাঠি খেলা, সাপ খেলা ও অষ্টক গান, সন্ধ্যা ৬ টায় ব্লাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবস উদযাপিত হবে।

 

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :