দেশের বাইরে ডেস্ক :যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়িচাপায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার অঙ্গরাজ্যটির মেক্সিকো সীমান্তবর্তী শহর ব্রাউনসভিলের একটি বাস স্টপেজে গাড়িচাপায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের কাছেই গৃহহীন ও অভিবাসীদের জন্য একটি আশ্রয়কেন্দ্র রয়েছে।
গাড়িচাপার এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অভিযুক্ত চালককে আটক করে মামলা করা হয়েছে। ব্রাউনসভিল পুলিশ বলছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কিনা তা স্পষ্ট নয়।
এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে পুলিশের বরাতে বলা হয়, গাড়িচাপার এই ঘটনাকে একটি ইচ্ছাকৃত হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মেক্সিকো সীমান্তবর্তী ব্রাউনসভিল শহরের একটি বাস স্টপেজে গাড়িচাপার এই ঘটনায় আট জন নিহত হয়েছেন।
দুর্ঘটনাস্থলের কাছেই গৃহহীন এবং অভিবাসীদের জন্য একটি আশ্রয় কেন্দ্র রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িচাপার এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
পার্শ্ববর্তী বিশপ এনরিক সান পেদ্রো ওজানাম সেন্টারের পরিচালক ভিক্টর মালডোনাডো বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে বলেছেন, নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার পুরুষ।
পুলিশ আরও জানিয়েছে, চালককে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মাদক ও অ্যালকোহল পরীক্ষা করানো হয়েছে। তবে অভিযুক্ত ওই ব্যক্তি কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন না বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা কর্মকর্তাদের মতে, ব্রাউনসভিল শহরে সম্প্রতি অবৈধ অভিবাসীদের উপস্থিতি ব্যাপক বেড়ে গেছে বলে দেখা গেছে। মালডোনাডো স্থানীয় মিডিয়াকেও বলেছেন, গত দুই মাসে ওজানাম সেন্টার নামের ওই আশ্রয়কেন্দ্রে যেখানে ২৫০ জন থাকতে পারে, সেখানে প্রতিদিন ৩৮০ মানুষকে রাখতে হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় ব্রাউনসভিলের কর্মকর্তারা গত মাসে সেখানকার পরিস্থিতি বিপর্যস্ত ঘোষণা করে। পরে টেক্সাসের অন্যান্য সীমান্ত শহরও তা মেনে চলে।
সম্প্রতি, টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের শপিংমলে বন্দুক হামলায় অন্তত আট জন নিহত হন।
সূত্র: বিবিসি