সংবাদদাতা, বগুড়া: বগুড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রাজ্জাককে (৬৫) গুলি করে ও কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাতিজা ওমর খৈয়াম রোপনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে জব্দ করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও একটি প্রাইভেটকার।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নিহত আব্দুর রাজ্জাকের ভাতিজা রোপন সরকার (৫২), রোপনের গাড়িচালক হেফজুল ওরফে জনি (২৬), আল আমিন (২২), লিমন শেখ (২৫) ও সীমান্ত (২০)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা।
তিনি বলেন, বুধবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জনি ও আল আমিন গুলিবিদ্ধ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।