চাকরির ডেস্ক : বিশ্ববিদ্যালয়ে প্রচলিত নিয়মানুযায়ী দেয় বেতন ও প্রযোজ্য অন্যান্য ভাতায় নিম্নবর্ণিত শিক্ষা বিভাগসমূহে শিক্ষক পদ পূরণকল্পে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
যেসব পদে লোক নিবেন বাঙলা প্রতিদিন পাঠকের জন্য তুলে ধরা হলো;
০১. এনাটমি ও হিস্টোলজি বিভাগ, লেকচারার ২(দুই)টি
২. ফিজিওলজি বিভাগ লেকচারার-২(দুই)টি
০৩.. ফার্মাকোলজি বিভাগ।লেকচারার-১(এক)টি
০৪. প্যারাসাইটোলজি বিভাগ লেকচারার-১(এক)টি
০৫. প্যাথলজি বিভাগ লেকচারার-১(এক)টি
০৬. মেডিসিন বিভাগ লেকচারার-১(এক)টি
০৭. সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ । লেকচারার-৪(চার)টি
০৮. কৃষিতত্ত্ব বিভাগ লেকচারার-১(এক)টি
09. মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। লেকচারার-১(এক)টি
১০. উদ্যানতত্ত্ব বিভাগ লেকচারার-১(এক)টি
১১. উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ লেকচারার-২(দুই)টি
১২.কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ।লেকচারার-২(দুই)টি
১৩.প্রাণরাসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ লেকচারার-২(দুই)টি
১৪. বায়োটেকনোলজি বিভাগ লেকচারার-২(দুই)টি
১৫. এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ। লেকচারার-১(এক)টি
১৬. পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ।লেকচারার-২(দুই)টি
১৭. পশুবিজ্ঞান বিভাগ লেকচারার-১(এক)টি
১৮. পশুপুষ্টি বিভাগ লেকচারার-২(দুই)টি
১৯. ডেয়রি বিজ্ঞান বিভাগ লেকচারার-১(এক)টি
২০. পোল্টি বিজ্ঞান বিভাগ লেকচারার-১(এক)টি
২১. কৃষি অর্থনীতি বিভাগ লেকচারার-১(এক)টি
২২. কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগ। লেকচারার-১(এক)টি
২৩. কৃষিব্যবসা ও বিপনন বিভাগ। লেকচারার-১(এক)টি
২৪. ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ।লেকচারার-২(দুই)টি
২৫. ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এবং ১টি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে)
২৬. কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ। লেকচারার-২(দুই)টি
২৭. ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ লেকচারার-২(দুই)টি (১টি ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এবং ১টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে)
২৮. একোয়াকালচার বিভাগ লেকচারার-৪(চার)টি
২৯. ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ। লেকচারার-৪(চার)টি
৩0. ফিশারিজ টেকনোলজি বিভাগ লেকচারার-১(এক)টি
৩১. মেরিন ফিশারিজ সায়েন্স বিভাগ, সহকারী প্রফেসর-১(এক)টি
লেকচারার-১(এক)টি
৩২. ইনস্টিটিউট অত্ এগ্রিবিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ । লেকচারার-১(এক)টি
টীকা (১) : । ২৪ নং ক্রমিকে উল্লেখিত ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পদসমুহের ক্রাইটেরিয়া নিম্নরূপঃ লেকচারার in Agricultural Engineering পদের জন্য প্রার্থীর যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে B.Sc in Agricultural Engineering ডিগ্রি থাকতে হবে এবং লেকচারার in Civil Engineering পদের জন্য প্রার্থীর যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে B.Sc in Civil Engineering ডিগ্রিসহ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর উপর এম.এস. ডিগ্রী থাকতে হবে।
টীকা (২) : ২৫ নং ক্রমিকে উল্লেখিত কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের পদসমুহের ক্রাইটেরিয়া
নিম্নরূপ : লেকচারার পদে ১টিতে নিয়োগের জন্য প্রার্থীর B.Sc. in Agricultural Engineering ডিগ্রীসহ সকল পর্যায়ে প্রথম শ্রেণী থাকতে হবে যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় হতেB.Sc. in Mechatronics Engineering or B.Sc. in Robotics & Mechatronics ডিগ্রীসহ সকল পর্যায়ে প্রথম শ্রেণী থাকতে হবে।
টীকা (৩) : ।
১। ২৬ নং ক্রমিকে উল্লেখিত ফুড টেকনোলজি ও গ্রামীণশিল্প বিভাগের পদসমূহের ক্রাইটেরিয়া নিম্নরূপঃ লেকচারার পদে ১টিতে নিয়োগের জন্য প্রার্থীর B.Sc. in Food Engineering ডিগ্রীসহ সকল পর্যায়ে প্রথম শ্রেণী থাকতে হবে এবং অপর ১টিতে
যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে B.Sc. in Chemical Engineering ডিগ্রীসহ সকল পর্যায়ে প্রথম শ্রেণী থাকতে হবে ।
২। নির্ধারিত নমুনা ফরমে দরখাস্ত দাখিল করতে হবে। ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে অথবা নির্দিষ্ট পরিমান ডাক টিকেট এবং প্রার্থীদের ডাক ঠিকানা সম্বলিত খাম প্রেরণ পূর্বক রেজিস্ট্রার অফিস হতে দরখাস্তের নমুনা ফরম এবং নিয়োগ নীতিমালার কপি সংগ্রহ করা যাবে ।
৩। দরখাস্তের সাথে ট্রেজারার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর অনুকূলে যে কোন সিডিউল বাণিজ্যিক ব্যাংক হতে ইস্যুকৃত টা: ৫০০.০০(পাঁচশত) মাত্র মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্ট (অফেরতযোগ্য) অবশ্যই সংযোজন করতে হবে।
৪। প্রার্থীকে পূর্ণাঙ্গ মোট ৭(সাত) সেট দরখাস্ত দাখিল করতে হবে। দরখাস্তের প্রতিটি সেটের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সংযোজন করতে হবে।
৫। প্রার্থীদের ইংরেজী ভাষায় দক্ষতা সম্পন্ন এবং কম্পিউটার লিটারেসীতে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
৬। দরখাস্ত দাখিলের শেষ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০(ত্রিশ) বছর এর মধ্যে হতে হবে ।
৭। চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।
৮ । লেকচারার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের মেধা ভিত্তিক অবস্থান উত্তীর্ণ গ্রাজুয়েটদের মধ্যে শীর্ষ সাত শতাংশের ভেতরে থাকতে হবে ।
৯। অত্র বিশ্ববিদ্যালয় ব্যতিত অন্য কোন বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী অর্জনকারী প্রার্থীদেরকে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় তার মেধাস্থান সম্পর্কে (শতকরা হারে প্রদর্শিত) উক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে অবশ্যই দাখিল করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১০। কোটার বিষয়ে সরকারী নির্দেশনা অনুসরণ করা হবে ।
১১। আগামী ২৯.০৯.২০২২ তারিখের মধ্যে দরখাস্ত অফিস চলাকালীন সময়ে অবশ্যই নিম্নস্বাক্ষরকারীর অফিসে পৌছাতে হবে ।
১২। বিলম্বে প্রাপ্ত, অসম্পূর্ন বা ত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৩। যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।