# লক্ষমাত্রার দেড়শো কোটি টাকা কম আদায়
রংপুর ব্যুরো : গত ২০২২ ও চলতি ২০২৩ইং অর্থবছরে রংপুর অঞ্চলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৮৩ কোটি টাকা। যার মধ্যে ২০২২ইং এর ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৩৩২ কোটি টাকা। যা গত ২০২১-২২ইং সময়ের তুলনায় বেশি।
গত অর্থবছরে রংপুর অঞ্চলে রাজস্ব আদায় হয়েছিল ৬৯৫ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারী)আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর আঞ্চলিক কার্যালয়ের কমিশনার সুরেন্দ্র কুমার বিশ্বাস।
এসময় প্রধান অতিথির ছিলেন রংপুর সিটি করপোরেশনের ২য় মেয়াদে নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, রংপুরের উন্নয়নে ব্যবসায়ীদের অবদান আছে। দেশের অন্যান্য জেলার চেয়ে ভ্যাট-ট্যাক্স প্রদানে এই ব্যবসায়ীরা এগিয়ে থাকেন বরাবরই। কিন্তু রাজস্ব প্রদানের হিসেবের বিপরীতে কাঙ্ক্ষিত উন্নয়নে যথাযথ বরাদ্দ পাচ্ছি না। সমউন্নয়নে বরাদ্দ বাড়াতে হবে।
আলোচনা সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, রংপুর অঞ্চলের ব্যবসার ধরণ অনুযায়ী ব্যবসায়ীবান্ধব ভ্যাট ও করনীতির বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় আরও বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. ফজলুল কবীর, রংপুর কর অঞ্চলের
কমিশনার শাহীন আক্তার হোসেন, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান
প্রমুখ।