নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর উত্তরায় চিরকুট লিখে মাহাবুল হাসান (২৬) নাম এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বায়িং হাউস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাহাবুল হাসান বায়িং হাউসে চাকরি করতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুষ্টিয়া গ্রামের ফিরোজ আহমেদের ছেলে। থাকতেন দক্ষিণখান মোল্লারটেকের একটি বাড়িতে।
জানা গেছে, মাহাবুল হাসান ওই বায়িং হাউসে সিলিং ফ্যানের সঙ্গে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহের কাছে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।