রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বিল্ডিং বেটার ফিউচার গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহায়তায় রৌমারী সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু। এ সময় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য জোনাব আলী বাদশা, রৌমারী সদর ইউনিয়ন কাজি সাইফুল ইসলাম, ইউপি সচিব সহদেব কুমার সিংহ ও ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর নিশিত কুমার বর্মণ ও কাজল কুমার বর্মণ। অনুষ্ঠানটি সঞ্চালনায় উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান।