নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক ঘোষিত লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। ব্যাংকটি বোনাস শেয়ার গত ১৮ আগস্ট শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা করা হয়েছে। পরবর্তীতে নগদ লভ্যাংশের টাকাও শেয়ারহোল্ডারদের পরিশোধ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এনসিসি ব্যাংক লিমিটেড গত এপ্রিল মাসে ২০২০ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর অর্ধেক ছিল নগদ লভ্যাংশ, বাকী অর্ধেক বোনাস।