১৯ লক্ষ ৩১ হাজার টাকার পলিথিন ব্যাগ জব্দ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লাগবাগ থানা এলাকায় নিষিদ্ধ অবৈধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা ও ১৯ লক্ষ ৩১ হাজার টাকার পলিথিনের ব্যাগ জব্দ করে র্যাব এর ভ্রাম্যমান আদালত।
বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গী, সশস্ত্র সন্ত্রাসী, জলদস্যু গ্রেফতার,মাদক দ্রব্য উদ্ধারে সহ দেশের বিভিন্ন অপরাধ দমণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকারক দিক বিবেচনা করে ২০০২ সালে পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু কিছু অসাধু ব্যবাসয়ী নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন গোপনে তৈরী করে বাজারজাত করে যাচ্ছে। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্রমবর্ধমান হুমকির মুখে। তাই এই অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব-২ গোয়েন্দা কার্যক্রম অব্যহত রাখে।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২০ জানুয়ারী) বিকাল আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পযর্ন্ত র্যাব-২ এর উদ্যোগে র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তারুজ্জামান এর পরিচালনায় এবং পরিবেশ অধিদপ্তরের সহায়তায় রাজধানীর লালবাগ থানাধীন বাগানবাড়ী এলাকায় দুইটি পলিথিনের শপিং ব্যাগ তৈরীর ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পলিথিন ফ্যাক্টরী দুইটি সরকার নিষিদ্ধ অবৈধ পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি এবং বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠান দুইটির মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা প্রদান করে এবং আনুমানিক ১৯ লক্ষ ৩১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার পলিথিনের শপিং ব্যাগ জব্দ করে র্যাব-২ ভ্রাম্যমান আদালত। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে জানিয়েছে র্যাব-২।