স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিং করছেন টাইগাররা। শনিবার দিবাগত রাত চারটায় শুরু হয়েছে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। তবে কিউই অধিনায়ক টম ল্যাথামের আক্রমণাত্মক ব্যাটিংয়ে অনেকটাই ব্যাকফুটে টিম বাংলাদেশ। এরইমধ্যে সেঞ্চুরিতে তুলে নিয়েছেন তিনি।
মিরাজের বল অন সাইডে পাঠিয়ে ৯৯ থেকে শতরানে পৌঁছান লাথাম। ওই বলের আগে মাঠের একপাশ থেকে লাথাম লাথাম চিৎকার আসছিল। লাথাম সেঞ্চুরিতে পৌঁছার পর মাঠের সকল দর্শক দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পেলেন বাঁহাতি ব্যাটসম্যান। ১৩৩ বলে ১৭ চারে সাজান সেঞ্চুরির ইনিংসটি।
এর আগে, দীর্ঘ অপেক্ষার পর বল হাতে সাফল্য পায় বাংলাদেশ। পেসার শরিফুল ভাঙলেন নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। ইয়ংকে পয়েন্টে অভিষিক্ত নাঈম শেখের হাতে তালুবন্দি করিয়ে সাজঘরে পাঠান শরিফুল। ১১৪ বলে ৫৪ রান করে ডানহাতি ওপেনার আউট হন। শরিফুলের লাফিয়ে উঠা পয়েন্ট দিয়ে উড়াতে চেয়েছিলেন ইয়ং। টাইমিংয়ে গড়বড় করায় বল যায় সোজা নাঈমের হাতে। ১৪৮ রানে ভাঙে স্বাগতিকদের ওপেনিং জুটি।