এম এ মান্নান, লালমনিরহাট: সম্প্রতি করোনা সংক্রমন ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়া ও আগামী সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষনায় জনমানুষের সচেতনতা বাড়াতে আজ বিকেলে উদ্বুদ্ধকরণ ও মাক্স বিতরন কর্মসূচি পালন করছে লালমনিরহাট জেলা পুলিশ।
লালমনিরহাট সদর থানার আয়োজনে স্থানীয় মিশন মোড়ে এ কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবিদা সুলতানা।
জেলা ট্রাফিকের সদস্যরাও অংশ নেয় এ কর্মসুচীতে। এসময় পুলিশ সুপার আবিদা সুলতানা সচেতনতা বাড়ানো উদ্বুদ্ধকরণে পথচারীদের সাথে কথা বলেন ও মাক্স বিতরন করেন।