নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় জাতীয় শ্রমিক লীগের ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাবেক কাউন্সিলর মো: মোজাম খান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো: রুবেল শেখ।
জাতীয় শ্রমিক লীগ নড়াইল জেলা শাখার সভাপতি বি, এম হামিনুর রহমান ও সাধারণ সম্পাদক মো: আব্দুল আলিম গত ১৮ এপ্রিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক আকিনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম ঠাকুর ও রানা হামিদকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
নব গঠিত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে জাতীয় শ্রমিক লীগ লোহগড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এদিকে, নব গঠিত কমিটির এক পরিচিতি সভা শনিবার (১ মে) দুপুরে লোহাগড়া পৌর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় নব গঠিত কমিটির সদস্যরাসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।#