নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী আজ ৮ মে (২৫ বৈশাখ)। বিশ্বকবির স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনের জাতীয় অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এমপি আজ রােববার বেলা ৩টার দিকে এ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্ব করার কথা রয়েছে। এ নিয়ে কুঠিবাড়িতে সাজ সাজ রব। ইতােমধ্যে রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীরা কুঠিবাড়িতে এসেছেন। করােনার কারণে গত দুই বছর পর এবার এই অনুষ্ঠান হওয়ায় খুশি তারা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়ােজনে ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযােগিতায় অনুষ্ঠানমালার মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র সংগীত, নাটক প্রদর্শনী ও গ্রামীণ মেলা।
কুঠিবাড়ির ভারপ্রাপ্ত কাষ্টোডিয়ান মােখলেছুর রহমান ভূইয়া বলেন, ঝড়-বৃষ্টি না হলে সুন্দরভাবে এই অনুষ্ঠান সমাপ্ত হবে। নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বার বার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন রবী ঠাকুর। নিভূত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যগ্রন্থই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নােবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা।
এছাড়াও তিনি এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষিত আছে সেসব দিনের নানা স্মৃতি।
মােখলেছুর রহমান আরও বলেন, কুঠিবাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তােলার দাবি এখনও বাস্তবায়ন হয়নি। ঝড়-বৃষ্টিতে এখানে দর্শনার্থীদের আশ্রয় নেওয়ার কোনাে জায়গা নেই।