নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়সহ ৩৯ গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা এবং ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। আজকের অভিযানে এসব স্থান ও স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজন বোধে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।
এরপর সেসব প্রতিষ্ঠান, স্থাপনা ও স্থানে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করছেন এবং শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
এ কার্যক্রমের অংশ হিসেবে আজ অঞ্চল-১ এ ৪টি, অঞ্চল-২ এ ৪টি, অঞ্চল-৩ এ ২১টি, অঞ্চল-৪ এ ৬টি, অঞ্চল-৫ এ ১২টি, অঞ্চল-৬ এ ৩টি, অঞ্চল-৭ এ ৪টি, অঞ্চল-৮ এ ৩টি, অঞ্চল-৯ এ ৬টি এবং অঞ্চল-১০ এ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ছিটানো এবং সবশেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়।
এছাড়াও আজ বাংলাদেশ সচিবালয়, পরিবহন পুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, আইজিগেট ব্যাংক কলোনী, জুরাইন কবরস্থান, মুরাদপুর শিশু কবরস্থান, জর্জ কোর্টের আইনজীবী সমিতি ভবন, সমাজসেবা অধিদপ্তর ভবন-৫, ৩ নম্বর অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ওয়্যারহাউজসহ অনেকগুলো কমিউনিটি সেন্টার, মসজিদ, মার্কেট ইত্যাদি ৩৯ স্থাপনা ও স্থানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।