ভার্চুয়াল সেমিনারে বিশেষজ্ঞরা-
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সবার জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যবীমা নিশ্চিত করতে হবে। দেশের নাগরিকদের নিজ নিজ আয় অনুযায়ী স্বাস্থ্য বীমা নিশ্চিত করে চিকিৎসাসেবা প্রদানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের প্রতিও আহবান জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই দেশের সব নাগরিকের স্বাস্থ্যবীমা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছে। তারই আলোকে সবাইকে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সেমিনার থেকে আহবানন জানানো হয়।
আজ রোববার (৪ এপ্রিল) ‘একসেসেবল হেলথ কেয়ার ফর অল অ্যান্ড পেমেন্ট সিস্টেম’ শীর্ষক এক আন্তর্জাতিক ভার্চুয়াল সেমিনার থেকে এ আহবানন জানানো হয়। বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিআইটি) এই সেমিনারের আয়োজন করে।
উল্লেখ্য, দেশের এই করোনা পরিস্থিতির মধ্যেও হৃদরোগ চিকিৎসাসহ বিভিন্ন সতর্কতামূলক বিষয়ে একাধিক আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করেছে বিআইটি। একই সঙ্গে টেলিমেডিসিনের মাধ্যমেও করোনা আক্রান্ত হৃদরোগীদের সেবা প্রদান অব্যাহত রেখেছে সংগঠনটি।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান।
প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউ ও হাসপাতালের সাবেক পরিচালক এবং বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিআইটি) এর চেয়ারম্যান ও আমেরিকান কলেজ অব কার্ডিওলজির গভর্নর অধ্যাপক ডা. আফজালুর রহমান।
আলোচক হিসেবে ছিলেন, যুক্তরাষ্ট্র-এর ইনটেল এর চেয়ারম্যান ও মেডট্রোনিক-এর সিইও ডা. ওমর ইশরাক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স-এর অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ।
প্যানেল আলোচক ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ, পলিসি রিসার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আহসান এম. মনসুর, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউ ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এ এ শাফি মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োডায়ভার্সিটি বিভাগের অধ্যাপক এএইচএম নুরুন নবী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর চেয়ারম্যান আবদুল মোকতাদির, ফার্মাসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন, দৈনিক স্বদেশ প্রতিদিন সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজ শফি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জুলফিকার আলী লেনিন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের সিইও মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল, ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ফায়জুর রহমান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও সিইও আল ইমরান চৌধুরী, এইচএসবিসি ব্যাংকের সিইও মো. মাহবুবুর রহমান, ও স্ট্যার্ন্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের ইজাজ বিজয়, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক কালেরকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফ, দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর কাম চিফ রিপোর্টার আবুল খায়ের। সেমিনারে মডারেটর ছিলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউ ও হাসপাতালের কার্ডিওলজির সহযোগী অধ্যাপক ডা. মহসিন আহমেদ।