300X70
শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সমাবেশ ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠায় রাজধানীবাসী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৮, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে দেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।আর ইতোমধ্যে দুই দলকেই তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

সমাবেশ করার ঘোষণা এসেছে ছোট আরও কয়েকটি দলের পক্ষ থেকে। কয়েক কিলোমিটারের মধ্যে এসব দল সমাবেশের ডাক দেওয়ায় রাজনীতির অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে সমাবেশ ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মাঠে রয়েছেন র‌্যাব, পুলিশের ১৫ হাজার সদস্য। এছাড়াও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বিভিন্ন সংস্থার সদস্যরাও।

ঘটনাবহুল ২৮ অক্টোবরে অনেকগুলো দল কর্মসূচি ঘোষণা করায় চাপা আতঙ্কে আছেন নগরবাসী।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো।

অন্যদিকে সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এমন ঘোষণা দিয়ে ‘শান্তি সমাবেশ’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আর এক দফা দাবি আদায়ে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। অন্যদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এছাড়া সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনকারী শরিক রাজনৈতিক দলগুলো ও রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করবে।

পাল্টাপাল্টি এসব সমাবেশকে কেন্দ্র করে রাজধানীবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কী হবে আজ তা নিয়ে রাজধানীবাসীর উদ্বেগ-উৎকণ্ঠা কাটছেই না।
গতরাত থেকে আজ সকাল সাড়ে সাতটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নগরবাসীর মাঝে এমন উৎকণ্ঠার বিষয়টি লক্ষ্য করা গেছে ।বিশেষ করে দিনটি ২৮ অক্টোবর হওয়ায় উদ্বেগের মাত্রা একটু বেশি।

রংপুর থেকে চিকিৎসার জন্য রাতে গাবতলির টেকনিক্যাল মোড়ে নামেন সামসুল ইসলাম। স্ত্রীকে ডাক্তার দেখাবেন বলে এসেছেন। তিনি বলেন, ২৮ অক্টোবর দুই দল কর্মসূচি দিয়েছে জেনেও এসেছি। গণ্ডগোল হতে পারে এমন আশঙ্কা নিয়েও এসেছি। কিন্তু আতঙ্কে আছি কখন কী হয়।
সেখানে কথা হয় শ্যামলী পরিবহনের এক সুপারভাইজারের সঙ্গে। তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে যদি জ্বালাও পোড়াও শুরু হয়, সেজন্য ভয়ে আছি।

যাত্রীদের মধ্যেও এই ভয় রয়েছে। তিনি আরও জানান, পথে পথে পুলিশ বাসে তল্লাশি করছে। বিশেষ করে ঢাকার প্রবেশমুখে বেশি তল্লাশি করা হচ্ছে। এতে যাত্রীদের মনে আতঙ্ক বিরাজ করছে।

যাত্রাবাড়ী, গুলশান, কাওরানবাজার, বারিধারা, বিশ্বরোড, বিমানবন্দর, উত্তরা, ফার্মগেট এলাকা ঘুরেও যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে।

এদিকে অন্যান্য দিনের তুলনায় আজ রাজধানীতে যানবাহনের সংখ্যা অনেক কম দেখা গেছে। সকাল থেকে ঢাকার সড়ক অনেকটাই ফাঁকা।

সমাবেশকে কেন্দ্র করে নগরীতে বিশৃঙ্খলা হতে পারে এমন ধারণা থেকেই গাড়ি কম চলছে বলে জানান কয়েকজন বাসের চালক।

রাইদা পরিবহনের বাসের এক চালক বলেন, আজ কী হবে তা নিয়ে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কোনো সমস্যা হলে, বাসে হামলা না হয় সেজন্য পরিবহন কম চলছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রতনকে শোকজ

লিয়াকত-প্রদীপের ডেথ রেফারেন্স হাইকোর্টে

করোনা পরবর্তী পুনর্বাসনে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

ফাইভজি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক স্লাইসিং স্থাপন ত্বরান্বিত করতে এরিকসন ও কোয়ালকম’র সাথে অপো’র অংশীদারিত্ব

গাজীপুরে সাংবাদিকদের সমাবেশে দূর্বৃত্তদের হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দিনের শুরুতেই আফগানিস্তান শিবিরে আঘাত

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ঠিক করতে আগামী সপ্তাহে বৈঠক: এলজিআরডি মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি, বিএনপির ৩ নেতা আটক

স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খুলছে রোববার

রাজধানীতে ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার

ব্রেকিং নিউজ :