নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখার সিনিয়র অফিসার জনাব মো: সেলিম রেজা এর বদলিজনিত বিদায় সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
চাঁপাইনবাবগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ব্যবস্থাপক কার্যালয়ে শাখার সিনিয়র অফিসার মো: সেলিম রেজার বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শাখা ব্যবস্থাপক জনাব মোহা: শহিদুল ইসলামের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র অফিসার গৌতম মন্ডল, অফিসার আইটি মোঃ নাজমুল হোসেন, অফিসার ক্যাশ আজিজুল হক প্রমুখ।
বিদায়ী বক্তব্যে সিনিয়র অফিসার মো: সেলিম রেজা বলেন- প্রতিষ্ঠানকে ভালোবেসে গ্রাহকদের কল্যাণে দীর্ঘদিন কাজ করে গেছি। যতদিন বেঁচে থাকবো নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানের পাশেই থাকবো। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
উল্লেখ্য, সিনিয়র অফিসার মো: সেলিম রেজা সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখা হতে নাচোল শাখা, চাঁপাইনবাবগঞ্জ এ যোগদান করবেন।