নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ শুক্রবার (২২ জুলাই) এক শোক বার্তায় বৃহত্তর বরিশাল জেলার বাংলাদেশ ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী) এর সভাপতি (১৯৮১-৮২) সাইফুল ইসলাম মীরনের( ৬৭) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তারা বলেন, আমাদের সহযোদ্ধা সাইফুল ইসলাম মীরন অত্যন্ত সাহসিকতার সাথে বরিশাল জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী কালে জাসদ রাজনীতির বিভিন্ন পর্যায়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি কর্নেল তাহের সংসদের অন্যতম সহ প্রতিষ্ঠাতা ছিলেন। তারা আবদান আমরা সব সময় মনে রাখব।
সাইফুল ইসলাম মীরন আজ ২২ জুলাই ২০২২ সকালে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নিউরো সাইন্স মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ২ কণ্যা রেখে গেছেন। আজ বাদ আছর দক্ষিণ বনশ্রী জামে মসজিদে নামাযে জানাজা শেষে দক্ষিণ বনশ্রী কবরস্থানে দাফন করা হয়।