নিজস্ব প্রতিবেদক : জাতীয় জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনতে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র বা এনআইএস কার্যকরীভাবে মেনে নেয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান।
আজ শনিবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সাহসিকতার সাথে যে কোনো দূর্নীতি মোকাবেলা করার জন্য সবার প্রতি আহবানও জানান এনআই খান।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। বিশেষ বক্তা হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। সেমিনারে বুটেক্সের ডীনবৃন্দ, অধ্যাপকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, বুটেক্সের বিভিন্ন ক্লাব প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের দপ্তর ও শাখা প্রধানগন উপস্থিত ছিলেন।
বুটেক্সকে কিভাবে পরিশুদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে উপস্থিত সবাই নানাবিধ পরামর্শ দেন।