প্রতিনিধি,মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ নির্মান কাজের উদ্বোধন করা হয়।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক উপস্থিত থেকে এ নির্মান কাজের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ম্যুরালটি নির্মাণে ব্যয় হবে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা।
এ সময় মান্দা উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্তসহ স্থানীয় আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।