300X70
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সিনহা হত্যা মামলা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৭, ২০২০ ২:২৩ অপরাহ্ণ

সচিবালয় প্রতিবেদক:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এ-সংক্রান্ত তদন্ত কমিটি। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে কমিটি প্রতিবেদন জমা দেয়।

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, কমিটির অপর সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লে. কর্নেল এস এম সাজ্জাদ হোসেনকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেদন জমা দিতে তারা সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান গত ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন। এ ঘটনা প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরপর এই ঘটনার উৎস, কারণ ও ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে জন্যে ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চার সদস্যের কমিটি গঠন করে।

কমিটির অন্য দুই সদস্য হলেন-বাংলাদেশ পুলিশের প্রতিনিধি অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জাকির হোসেন খান ও কক্সবাজার জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী।

প্রথমে সাত কর্মদিবস অর্থাৎ ১০ আগস্টের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমার সময়সীমা বেঁধে দেয় মন্ত্রণালয়। এরপর কমিটির সময় বাড়ানো হয় ২৩ আগস্ট পর্যন্ত। পরে দ্বিতীয়বার কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে ফের ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ঘটনার অন্যতম অভিযুক্ত টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের বক্তব্য গ্রহণ করতে না পারায় কমিটির মেয়াদ সর্বশেষ ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। ২ সেপ্টেম্বর কক্সবাজার জেলা কারাগারের ফটকে প্রদীপ কুমার দাশের বক্তব্য গ্রহণ করে কমিটি।

কমিটির প্রধান মিজানুর রহমান গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, ‘কমিটি অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মৃত্যুজনিত ঘটনা তদন্ত করতে গিয়ে এ ঘটনায় সংশ্লিষ্ট ৬৮ জনের সঙ্গে কথা বলেছে। তাদের বক্তব্য গ্রহণ করেছে। এই সব কথা-বক্তব্য ও প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই এবং বিশ্লেষণ করে কমিটির সকল সদস্য সর্বসম্মতভাবে প্রতিবেদনটি চূড়ান্ত করছে। যা আগামী ৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে জমা দেয়া হবে। সিনহার মৃত্যুর ঘটনাটি কেন ঘটেছে এবং এ ঘটনায় কারা দায়ী তা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

আদালত অবমাননা: আইজিপি ও স্বরাষ্ট্র সচিবকে অব্যাহতি

ধর্মের নামে বিএনপি-জামায়াত ও হেফাজত সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে : হানিফ

আজ সৌরভ গাঙ্গুলি ঢাকায় আসছেন, উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্ট

বাংলাদেশ টেবিল টেনিস জাতীয় দলের জার্সি উন্মোচন

আবারো সভাপতি মামুন, সম্পাদক বাবু নির্বাচিত

নিজ নেতৃত্বগুণে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্ববরেণ্য নেতা : উপাচার্য ড. মশিউর রহমান

ফিলিস্তিন ও গাজার মানুষকে ৩৭ লক্ষ টাকা অনুদান দিল ব্র্যাক ইউনিভার্সিটি

করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী

এবছরেও নতুন বইয়ের ঘ্রাণে মুখোরিত হবে শিক্ষার্থীরা

জায়েদ খানকে পদে রাখার হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত

ব্রেকিং নিউজ :