সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে আছরের নামাজ পড়তে বেরিয়ে বাড়ির সামনে ট্রাকচাপায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন মো. আনোয়ার হোসেন (৭০) নামের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত তমছের আলীর বড় ছেলে। বহুতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি।
নিহতের ছোট ভাই মো. মতিয়ার রহমান আকন্দ বলেন, আনোয়ার ভাই আছরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন। বাড়ির সামনে বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। শুধু চাপাই দেয়নি মরদেহ চাকায় পেঁচিয়ে অন্তত ২০ হাত টেনে নিয়ে যায়। এতে রাস্তায় পিষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায় মরদেহ।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দীন ফারুকী বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। ট্রাকটি আটক করা হলে ও চালক পালিয়ে যায়।