বাহিরের দেশ ডেস্ক: সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার হামলায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নিহত নেতার নাম আবদ আল হাদি মাহমুদ আল হাজি। তিনি মধ্যপ্রাচ্য এবং ইউরোপে আক্রমণের পরিকল্পনাকারী ছিলেন বলে জানানো হয়েছে।
আল জাজিরার খবর অনুসারে, মার্কিন বাহিনী সোমবার সকালে শুধুমাত্র আইএস নেতা আবদ আল হাদি মাহমুদ আল হাজিকে লক্ষ্য করে হেলিকপ্টার হামলা চালায়।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, আইএস নেতা আল হাজি বিদেশে তাদের কর্মকর্তাদের অপহরণের পরিকল্পনা করছিল। বিবৃতিতে জানানো হয়, এই অভিযানে আইএসের আরও দুইজন নেতা নিহত হয়। তবে অভিযান নিয়ে বিস্তারিত আর কিছু জানায়নি সেন্টকম।
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার উত্তরে তুরস্কের সঙ্গে জারাব্লুস সীমান্তের আল-সুওয়াইদার একটি ভবনে যুক্তরাষ্ট্রের বাহিনী অভিযান চালায়। ব্রিটিশ ভিত্তিক এই সংস্থাটি সরেজমিনে তথ্যের ভিত্তিতে লড়াই-সংঘাত কিংবা অভিযানের তথ্য প্রকাশ করে। তারা জানিয়েছে, হেলিকপ্টার হামলার প্রধান লক্ষ্যবস্তু ছাড়াও আরও দুইজন আইএস নেতা নিহত হয়েছে।