300X70
সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সুপ্রিম কোর্ট বার নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৯:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পাল্টাপাল্টি উপ-কমিটি ঘোষণার ফলে আইনজীবীদের মুখোমুখি প্রতিবাদ ও স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে উচ্চ আদালত অঙ্গন। প্রথমে গত ২৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সমর্থকদের নির্বাচনী উপ-কমিটি ঘোষণার পর জাতীয়তাবাদী দল বিএনপি আরও এক উপ-কমিটির ঘোষণা করে। পাল্টাপাল্টি এ উপ-কমিটি ঘোষণার ফলেই উত্তপ্ত হয়ে উঠে উচ্চ আদালত অঙ্গন।
এ নির্বাচনের তফসিল ঘোষণার পর রোববার বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দু-দলের সমর্থক কয়েকশ আইনজীবী পরস্পর বিরোধী স্লোগান দেন। সভাপতির কক্ষের সামনে অবস্থান নিয়ে কয়েকশ বিএনপি সমর্থক আইনজীবী ‘ভোট চোর’ ‘ভোট চোর’ বলে স্লোগান দেন।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও পাল্টা স্লোগান দেন। এতে আদালত অঙ্গনের পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে।
রোববার দুপুর ১টার দিকে বিএনপি সমর্থক শতাধিক আইনজীবী সুপ্রিম কোর্ট বারে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করে সভাপতির কক্ষের সামনে আসে। তার আগে সরকার সমর্থক আইনজীবীরা সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
বিএনপি সমর্থক আইনজীবীরা আসার পর দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। কিছু সময় এভাবে চলার পর বিএনপি সমর্থক আইনজীবীরা কার্যকরী কমিটির সম্পাদক আবদুন নূর দুলাল ঘোষিত নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক শাহ খসরুজ্জামানের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা বিতর্কিত কাউকে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব না দেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান জানান, সম্মিলিতভাবে নির্বাচন না হলে সেই নির্বাচন কমিশনে তিনি থাকবেন না বলে জানান।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :