300X70
সোমবার , ৪ এপ্রিল ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সেগওয়ার্কের বাংলাদেশ ব্লেন্ডিং সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৪, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশে নিজেদের অত্যাধুনিক ব্লেন্ডিং সেন্টারের এক বছর পূর্তি উদযাপন করছে সেগওয়ার্ক বাংলাদেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্যাকেজিং অ্যাপ্লিকেশন ও লেবেলের জন্য প্রিন্টিং ইংক ও কোটিংয়ের অন্যতম প্রধান সরবরাহকারী এই প্রতিষ্ঠানটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই ব্লেন্ডিং সেন্টারটি চালু করে।

এর ফলে কোম্পানিটি তার গ্রাহকদের উন্নত সেগওয়ার্ক মানের টলুইন-মুক্ত প্যাকেজিং ইংক সরবরাহ করতে সক্ষম হয়, যা বাংলাদেশে তাদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করতে সাহায্য করেছে। শীর্ষস্থানীয় বহুজাতিক ও প্রধান দেশীয় ব্র্যান্ডগুলোর সাথে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে কোম্পানিটির এই সেন্টার তাদের কার্যক্রমের প্রথম বছরেই ব্রেক-ইভেন পয়েন্টে পৌঁছেছে।

সেগওয়ার্ক বাংলাদেশের ব্লেন্ডিং সেন্টারটি নারায়ণগঞ্জের মেঘনা অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত। বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ও ব্র্যান্ডের সত্ত্বাধিকারীদের সকল নির্দেশনা মেনে এই সেন্টারের সব ধরনের কালি উৎপাদিত হয়। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩,৬০০ মেট্রিক টন। কার্যক্রম শুরুর পর থেকেই বাংলাদেশে প্রতিষ্ঠানটির লোকবল বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে, যাতে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব হয়।

টলুইন-মুক্ত কালি উৎপাদনের উদ্যোগের মাধ্যমে সেগওয়ার্ক বাংলাদেশ কালি নিরাপত্তা বিষয়ে দেশব্যাপী সচেতনতা গড়ে তুলতে চায়। বিশেষত খাদ্য প্যাকেজিং উৎপাদনে অনিরাপদ উপাদানযুক্ত বিষাক্ত প্রিন্টিং ইংক ব্যবহারের কারণে স্বাস্থ্যের ওপর কী নেতিবাচক প্রভাব পড়তে পারে, তা তুলে ধরাই তাদের লক্ষ্য।

বাংলাদেশে শেয়ার আরও বাড়ানোর পরিকল্পনা করছে সেগওয়ার্ক। এছাড়া সুইস অর্ডিন্যান্স ও নেসলে গাইডলাইনের মতো বৈশ্বিক নিরাপদ খাদ্য প্যাকেজিংয়ের মান নিশ্চিত করে সম্পূর্ণ এশিয়া অঞ্চলে নিজেদের সম্প্রসারণ ঘটানোও তাদের পরিকল্পনার অংশ।

সেগওয়ার্ক বাংলাদেশের কান্ট্রি হেড অংশুমান মুখার্জি বলেন, “নিরাপত্তার বিষয়টিকে সেগওয়ার্ক সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে খাদ্য প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত প্যাকেজিং উপাদানের মান বাড়ানো গুরুত্বপূর্ণ। আর এই জন্য প্রয়োজন নিয়মমাফিক টলুইন-মুক্ত কালি সিস্টেম প্রদান এবং বাংলাদেশের খাদ্য প্যাকেজিং খাতকে বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা।

একইসাথে, আমাদের নেতৃত্বের অবস্থানকেও শক্তিশালী করে তুলতে হবে। ইতিবাচক বিষয়টি হলো সমগ্র শিল্পই এখন একসাথে টলুইন-মুক্ত কালি নিয়ে কাজ করছে। কালি শিল্পকে স্বাস্থ্যের জন্য নিরাপদ প্যাকেজিং ইকোসিস্টেমের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি প্রথম পদক্ষেপ।”

সেগওয়ার্কের একটি শক্তিশালী বৈশ্বিক উৎপাদন ও পরিষেবা নেটওয়ার্ক রয়েছে। প্রায় দুই শতাব্দী ধরে নিয়মিতভাবে বাংলাদেশের গ্রাহকদের উন্নত মানের পণ্য সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের সেবা প্রদানের ব্যাপারে কোম্পানিটি সবসময় জোর দিয়ে এসেছে।

গ্রাহকদের আস্থার কারণে সেগওয়ার্ক গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে। টলুইন-মুক্ত কালি উৎপাদনের মাধ্যমে সেগওয়ার্ক দেশীয় গ্রাহকদের নিরাপদ প্যাকেজিং তৈরিতে সাহায্য করছে। পাশাপাশি, কোম্পানিটি সাসটেইনেবিলিটি ও প্যাকেজিং সার্কুলারিটি নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ। তাই পণ্য উৎপাদনের জন্য পরিবেশবান্ধব ও টেকসই কাঁচামাল ব্যবহার করার বিষয়েও কোম্পানিটি সচেতন।

সেগওয়ার্ক:
সেগওয়ার্ক একটি ষষ্ঠ প্রজন্মের পারিবারিক মালিকানাধীন কোম্পানি। প্যাকেজিং, লেবেল ও কোটিংয়ের জন্য প্রিন্টিং ইংক ও কোটিং উৎপাদনের ক্ষেত্রে এটি একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ১৮০ বছরের বেশি অভিজ্ঞতাসম্বৃদ্ধ কোম্পানিটির নানা ধরনের প্রিন্টিং পদ্ধতি সম্পর্কে যথেষ্ট দক্ষতা ও জ্ঞান রয়েছে।

এই বৈশ্বিক উৎপাদনকারী ও পরিষেবা নেটওয়ার্কটি গ্রাহকদের নিয়মিত উন্নত মানের পণ্য ও সেবা প্রদান করে আসছে। “কালি, হৃদয় ও আত্মা (Ink, Heart and Soul)” — নিজেদের এই দর্শনের কথা মাথায় রেখে সেগওয়ার্ক ব্যবসায়িক পার্টনারদের সাথে দীর্ঘমেয়াদী সহযোগিতা চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী।

বিশ্বজুড়ে সেগওয়ার্কের ৩০টির বেশি দেশের সংস্থায় প্রায় ৫,০০০ জন পেশাজীবী কর্মরত আছেন। কোলোনের নিকটবর্তী সেগবুর্গে এর প্রধান কার্যালয় অবস্থিত। সেগওয়ার্কের ব্যাপারে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানে: www.siegwerk.com

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

মহামারিকালীন জনস্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি

করোনায় ক্ষতিগ্রস্ত সাড়ে দশ লাখ পরিবার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাবে বিকাশে

রিহ্যাব ফেয়ারে পদ্মা ব্যাংকের বিশেষ গৃহ ঋণ সেবা

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩

হরিপুরে আমগাঁও ইউপির উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান বিজয়ী

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪টি উপশাখার উদ্বোধন

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সির প্রস্তুতি, গ্রেফতার ৩

ওয়াটারএইডের উদ্যোগে ঢাকায় পাবলিক স্যানিটেশন বিষয়ে দক্ষিণ এশীয় অংশীজনদের নিয়ে গোলটেবিল বৈঠক

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অনুদান

সরকার উৎখাতের রাজনীতির খেলার স্থায়ী সমাধান দরকার : ইনু

ব্রেকিং নিউজ :