অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম: সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিঃ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
রেলওয়ে ভবনে অনুষ্ঠিত চুক্তিতে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, এফসিএমএ, এফসিএ এবং বাংলাদেশ রেলওয়ের সমিতির পক্ষে এর সভাপতি ও অতিরিক্ত মহাব্যবস্থাপক (পূর্ব, চট্টগ্রাম) এস এম মুরাদ হোসেন স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাহবুবুর রহমান ও বাংলাদেশ রেলওয়ের ডিরেক্টর জেনারেল ধীরেন্দ্র নাথ মজুমদার ও অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাগণ।