নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘বাংলাদেশে স্কাউটস আন্দোলন সম্প্রসারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তিনি সারাদেশে স্কাউটস রোভার অঞ্চলের কার্যক্রম ব্যাপৃত করতে অনন্য ভূমিকা পালন করেন।’ সোমবার রাতে (১৫ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্ম জুমে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি গ্রহণের পরপরই কেন ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার করা হলো সেটি পর্যালোচনার বিষয়। তবে বঙ্গবন্ধু ছিলেন ক্যারিশমেটিক লিডার। এ কারণেই তিনি স্পষ্ট উচ্চারণ করেছিলেন পৃথিবী আজ দু’ভাগে বিভক্ত- শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। আর দ্বিতীয় বিপ্লবই হচ্ছে শোষিতের গণতন্ত্র।
দ্বিতীয় বিপ্লব হচ্ছে এমন একটি কাঠামো যেটি পুঁজিবাদী সমাজ কাঠামোর বিরুদ্ধে প্রতিষ্ঠিত একটি পরিকল্পিত কর্মসূচি। উপমহাদেশে সেই কর্মসূচি যদি বাস্তবায়িত হতো তাহলে দক্ষিণ এশিয়ার এই অদম্য বাংলাদেশ বিশ্বে নতুন অর্থনৈতিক মডেলে পরিণত হতো।’
উপাচার্য আরও বলেন, ‘এই নতুন অর্থনৈতিক মডেল পুঁজিবাদী সমাজ কাঠামোর কাছে গ্রহণযোগ্য ছিল নয়। সুতরাং সেকারণেই তৎকালীন পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও তাদের দোসরদের সম্মিলিত পরিকল্পনায় বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। রক্তাক্ত করা হয় বাংলাদেশকে। মূলত ২১ বছরের যে অগণতান্ত্রিক পথে হাঁটা বাংলাদেশের, সামরিক শাসনের যাঁতাকলে হাঁটা, সেটিই বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতা। গণতান্ত্রিক ব্যবস্থার বদলে সামরিক শাসনের যাঁতাকল নেমে আসা।’
জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা আমাদের কাছে জাতির পিতার রেখে যাওয়া পবিত্র আমানত। তাদের চলার পথকে মসৃণ রাখতে হবে। আমাদেরকে বঙ্গবন্ধু হত্যার প্রকৃত বিচার এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের নিশ্চিহ্ন করার অঙ্গীকার করতে হবে। বাংলাদেশের পতাকাকে ভালোবেসে আমাদের শপথ হওয়া উচিত মানবিকতায় এবং পবিত্রতায় পৃথিবীর বুকে এক অপূর্ব স্বদেশ হয়ে উঠুক প্রিয় মাতৃভূমি।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাউশির ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবিব, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস, বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার, সহকারী লিডার ট্রেইনার, জেলা কমিশনার ও জেলা সম্পাদকবৃন্দ।